আক্কেলপুরে গণশৌচাগারে মাদক ব্যবসার অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুরের হাইস্কুল সড়কের গণশৌচাগারে মদ, গাঁজাসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে। গণশৌচাগারের তত্ত্বাবধায়ক সুন্দরী রানী এসব বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, কয়েক বছর আগে তাদের দাবির পরিপ্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ হাইস্কুল সড়কের পাশে অস্থায়ী বাস টার্মিনাল এলাকায় গণশৌচাগার নির্মাণ করে। গত বছর থেকে এটি চালু করা হয়।
স্থানীয় লোকজন জানায়, সুন্দরী রানীকে গণশৌচাগারের তত্ত্বাবধায়ক নিয়োগ দেয় পৌর কর্তৃপক্ষ। কিছুদিন পর থেকেই তিনি সেখানে চোলাইমদ বিক্রি শুরু করেন। ধীরে ধীরে গণশৌচাগারে মাদকসেবীদের ভিড় বাড়তে থাকে। মাদকসেবীদের আড্ডার কারণে লোকজন শৌচাগারের যেতে চায় না।
তত্ত্বাবধায়ক সুন্দরী রানী বলেন, ‘আমার এখানে পরিবেশ ভালো। এ কারণে লোকজন মদ রেখে যায়। আমি মদ, গাঁজা বিক্রি করি না।’

No comments

Powered by Blogger.