সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে সম্মত ফিলিস্তিনি যোদ্ধারা
এমন পরিস্থিতিতে গাজায় ভয়াবহ সংক্রামক পোলিও হানা দিয়েছে। এর মধ্যে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস।
ইরানের সংবাদমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বল বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিবের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা গাজায় সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। গোষ্ঠীটির মুখপাত্র জিহাদ তাহা এ তথ্য জানিয়েছেন।
ইরনা জানিয়েছে, সংবাদমাধ্যম নিউ আরবের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রস্তাবিত সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে তারা সম্মত হয়েছে। গত ১৬ আগস্ট প্রস্তাব মেনে শর্ত ঘোষণা করে হামাস।
হামাস মুখপাত্র বলেন, তারা গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের জন্য সব মানবিক সংস্থা এবং প্রতিষ্ঠানকে তাদের মানবিক বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানিয়েছে। ইসরায়েলকে এ যুদ্ধবিরতিতে অবশ্যই সম্মত হওয়া উচিত। এটি এড়ানো বা স্থগিত করার জন্য বিকল্প শর্তারোপ করা উচিত নয়। এছাড়া ইসরায়েলকেও গাজায় মানবিক যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানান তিনি।
জিহাদ তাহা বলেন, ইসরায়েলের অমানবিক কর্মকাণ্ডকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই ব্যর্থ করে দিতে হবে। বিশেষ করে গাজার ১০ বছরের কম ছয় লাখ ৪০ হাজার শিশুর পাশাপাশি গত ৭ অক্টোবরের পর জন্ম নেওয়া ৫০ হাজার শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা বাধাগ্রস্ত করার অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
কিছু মিশরীয় সূত্রের বরাতে নিউ আরব জানিয়েছে, গাজায় পোলিও টিকাদান কর্মসূচি বাস্তবায়নের পথ প্রশস্ত করতে আগামী কয়েক দিনের মধ্যে গাজায় একটি মানবিক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।
No comments