উত্তরায় আবাসিক হোটেলে অভিযানে গ্রেফতার ৩০

রাজধানীর উত্তরার “নীলা” ও “সোনাবান” নামে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক ব্যবসার অভিযোগে ৩০ জনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর (অপারেশন) শাহ আলম যুগান্তরকে জানান, ওই হোটেল দুটিতে অবৈধ ব্যবসা চলছে এমন খবর পেয়ে এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় হোটেল নীলা থেকে ৬ তরুণী ও ৮ যুবক এবং হোটেল সোনাবান থেকে ৮ তরুণী ও ৮ যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের মামলা দিয়ে রোববার কোর্টে পাঠানো হবে বলে তিনি জানান। এ সময় নীলার ম্যানেজার শহিদুল এবং সোনাবানের ম্যানেজার জাকির পালিয়ে যায় বলেও জানান শাহ আলম। নীলা থেকে আটককৃতরা হল- হেপি, নুসরাত, লতিফা, কামনা, হাসিনা, জান্নাত, মাহফুজ, রেজাউল, বিপ্লব, দিপু, এনামুল, মোশারফ, হিরু ও মোস্তাফিজ। সোনাবান থেকে আটককৃতরা হল- খুশি, মুক্তা, শিউলী, লিমা,সাথী, সোনিয়া, নূপুর, আয়েশা, হযরত, বাদশা, নূরুদ্দীন, সাইফুল, সাব্বির, মাইনুদ্দীন, আকাশ ও রবিউল। উল্লেখ্য, কয়েক মাস আগে হোটেল নীলায় পুষ্প নামে এক নারী খুন হয়। এ বিষয়ে মামলা চলমান রয়েছে।

No comments

Powered by Blogger.