শিবির সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবির সন্দেহে সাধারণ শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগ। গতকাল শনিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম মনিরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। হল সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী আলী হুসেনের নেতৃত্বে শিবির সন্দেহে মনিরুলকে হলের ২২৫ নম্বর কক্ষে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। মনিরুলের কয়েকজন বন্ধু জানান, এক বছর আগে মনিরুল ফেসবুকে একটি ইসলামিক পেজ শেয়ার করেছিলেন। গতকাল শনিবার ছাত্রলীগ নেতাকর্মীরা সেটি দেখতে পান। এর পর শিবির সন্দেহে তাঁকে মারধর করে ছাত্রলীগ। ওই শিক্ষার্থী শিবিরের সঙ্গে যুক্ত কি না জানতে চাইলে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ উদ্দিন খান বলেন, ‘সে (মনিরুল) কী করে, তা আমার জানা নেই। তবে সে শিবিরের বিভিন্ন পোস্ট শেয়ার করেছিল, তাই সন্দেহ হয়েছে।’

No comments

Powered by Blogger.