সিরিয়ার লাতাকিয়া থেকে ট্যাংক বিধ্বংসী মার্কিন ভারী ক্ষেপণাস্ত্র উদ্ধার

সিরিয়ার সরকারি বাহিনী লাতাকিয়া প্রদেশ থেকে ট্যাংক বিধ্বংসী মার্কিন ভারী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার উদ্ধার করেছে। মাইন অপসারণ অভিযান চালানোর সময়ে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের খোঁজ পায় সরকারি বাহিনী। লাতাকিয়া গ্যারিসনের প্রকৌশল বিভাগের কমান্ডার জেনারেল রাফি মুহাম্মদ মাগদি এ তথ্য দিয়েছেন। তিনি জানান, এতে ৩০টির বেশি ট্যাংক বিধ্বংসী মার্কিন ভারী ক্ষেপণাস্ত্র ছিল। লাতাকিয়ায় সরকারি বাহিনী এ পর্যন্ত ৮০০ উচ্চ বিস্ফোরক ক্ষমতার বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে। জুলাই মাস থেকে ওই এলাকায় মাইন অপসারণের তৎরতার শুরুর পর ১১টি আবাসিক এলাকায় এগুলোকে নিষ্ক্রিয় করে দেয়া হয় বলে জানান তিনি। তিনি আরো বলেন, এলাকাটি এখন বাস্তুচ্যুত অধিবাসীদের ফিরে যাওয়া উপযোগী হয়েছে। মাইন অপসারণ অভিযান চালানোর সময়ে সরকারি বাহিনীর কেউ হতাহত হয়নি উল্লেখ করে তিনি আরো জানান, সিরিয়ার রুশ আমর্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল মাইন অ্যাকশন সেন্টার থেকে তারা এ কাজের প্রশিক্ষণ নিয়েছেন।

No comments

Powered by Blogger.