ভারতীয় চর কুলভূষণের প্রাণভিক্ষার আবেদন খারিজ

পাকিস্তানে মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় নৌবাহিনীর সাবেক অফিসার কুলভূষণ যাদবের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছে সে দেশের সেনা আদালত। সে ক্ষেত্রে আর মাত্র একটা রাস্তাই খোলা থাকল কুলভূষণের সামনে। পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সিদ্ধান্ত। কুলভূষণের বিরুদ্ধে কী কী ‘সাক্ষ্যপ্রমাণ’ রয়েছে, পাক সেনাপ্রধান তা খতিয়ে দেখছেন। পাক সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এ কথা জানিয়েছে। গত মাসেই জেনারেল বাজওয়ার কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিলেন কুলভূষণ। ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গত বছরের মার্চে বালুচিস্তান প্রদেশ থেকে কুলভূষণকে গ্রেফতার করা হয় বলে পাক সেনাবাহিনীর তরফে দাবি করা হলেও ভারতের তরফে জানানো হয়, কুলভূষণ ওই সময় তার ব্যবসার কাজে ছিলেন ইরানে। সেখান থেকেই অপহরণ করা হয় কুলভূষণকে।

No comments

Powered by Blogger.