রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে হালকা যান চলাচল শুরু

পাহাড় ধ্বসের ১ মাস ৩ দিন পর রাঙ্গামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক হালকা যানবাহনের জন্য খুলে দেয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় সড়কটিতে যানবাহন চলাচল শুরু হয়। দীর্ঘ এক মাসেরও বেশী সময় পর রাঙ্গামাটি সড়ক বিভাগএই সড়ক হালকা যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ায় মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে। ১৩ জুন একটানা ভারী বর্ষণ ও প্রচন্ড বজ্রপাতের কারণে রাঙ্গামাটি শহরে ঘটে যায় স্মরণ কালের ভয়াবহ পাহাড় ধ্বস। ভয়াবহ পাহাড় ধ্বসের ফলে রাঙ্গামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের খামার পাড়া ও কুতুকছড়ির মোনতলা এলাকার ৬ কিলোমিটার এবং ৮ কিলোমিটার অংশে রাস্তার দুটি অংশে বিশাল এলাকা ধ্বসে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন পর এই রাস্তার সংযোগ করায় এলাকার জনগনর মাঝে স্বস্থি ফিরে এসেছে। গত একমাস রাস্তা বিচ্ছিন্ন থাকায় রাঙ্গামাটির সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় খাগড়াছড়ি, নানিয়ারচর, বাঘাইছড়ি, লংগদু ও কুতুকছড়ি এলাকাবাসীর। দীর্ঘ একমাস চেষ্টা চালিয়ে সড়ক বিভাগের কর্মীরা মাটি ভরাট করে সড়কটি পূন সংযোগ স্থাপন করে। রবিবার বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার,এই রাস্তার হালকা যানবাহনের জন্য খুলে দেন। রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক হালকা যানবাহন চলাচলের জন্য খুলে দিতে গিয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন,প্রাকৃতিক দুর্যোগে বির্পযস্ত রাঙ্গামাটি সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। দীর্ঘ ১৫ দিনেরও বেশী রাস্তার মাটি পরিস্কার করে রাস্তার ভাঙ্গন অংশে সংস্কার কাজ শুরু করে রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগ। রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন জানান এ সড়কে আপাতত হালকা যান চণাচণ করতে পারবে। পরবর্তীতে এ সড়কে ভারী যান চলাচলের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। দীর্ঘ ১ মাস পর হালকা যানবাহনের জন্য খুলে দেয়ায় রাঙ্গামাটি খাগড়াছড়ি কয়েক লাখ মানুষের কষ্ট কিছু লাঘব হয়েছে। মৌসুমী পণ্য পরিবহন সহ অন্যান্য পরিবহনে আর্থিক ক্ষতি থেকে মুক্তি পাবে মানুষ এমন প্রত্যাশা স্থানীয় অধিবাসীদের।

No comments

Powered by Blogger.