চোরের উপর বাটপারি!

চুরি যাওয়া সাইকেল চোরের কাছ থেকেই কৌশলে 'চুরি' করে আনলেন জেনি মর্টন হামফ্র নামে এক ব্রিটিশ তরুণী। লন্ডনের ব্রিস্টলে ঘটা এ অভিনব ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। খবর দ্য টেলিগ্রাফের। জেনির একটি আকাশি রঙের সাইকেল ছিল। সম্প্রতি বাড়ি থেকে তা চুরি হয়ে যায়। কে চুরি করেছে জেনি জানতেন না। চোর খুঁজতে তিনি ফেসবুকে সাইকেলের ছবি পোস্ট করেন। এ দিকে চোরও চুরির পর এক তৃতীয় ব্যক্তির মাধ্যমে ফেসবুকের বাই এন্ড সেল পেজে সাইকেলটির ছবি পোস্ট করে বিক্রির জন্য। আর এখানেই ঘটে টুইস্ট। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতে করতে জেনির এক বন্ধুর চোখে পড়ে যায় ওই সাইকেলটি। জেনিকে বিষয়টি জানান তিনি। তারপর দু’জনে পুলিশকে বিষয়টি জানান। কিন্তু জেনির দাবি, পুলিশের কাছ থেকে কোন রকম সাহায্য পাননি তারা। চোরের থেকে সাইকেল চুরির ফন্দি আঁটেন তিনি। ক্রেতা সেজে ফেসবুকে দেয়া ঠিকানায় যোগাযোগ করেন জেনি। ওই তৃতীয় ব্যক্তির সঙ্গে দেখাও করেন। তারপর অনুরোধ করেন, কেনার আগে একবার সাইকেলটা চালিয়ে দেখার। বিক্রেতা রাজিও হয়ে যায়। আর সেই সুযোগে সাইকেল নিয়ে চম্পট দেন জেনি। সাইকেল ফিরে পেয়ে জেনি ভীষণ খুশি। খুশি হওয়ার আরও একটি কারণ হচ্ছে তৃতীয় ব্যক্তির মাধ্যমে সাইকেলটি বিক্রির আগে তা ভাল করে মেরামত করে দিয়েছিল চোর!

No comments

Powered by Blogger.