পাবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

হলের সিট দখলকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টা থেকে এই সংঘর্ষ শুরু হয়, চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পরে ক্যাম্পাসে র‌্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হলের সিট দখলকে কেন্দ্র করে রোববার রাত থেকেই ছাত্রলীগের সভাপতি শান্ত ও সাধারণ সম্পাদক অলিউল্লাহ বনাম সহ-সভাপতি আরাফাত, সাগর, আতিক নাসির এবং সাংগঠনিক সম্পাদক সিরাজ ও নাসির গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জের ধরে বেলা ১১টার দিকে ক্যাম্পাসে দু’গ্রুপ মুখোমুখি হয়।
পরে ধাওয়া পাল্টা- ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়। এসময় চেয়ার টেবিল ও কাঁচ ভাঙচুর করা হয়। এতে পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ ছাত্র-ছাত্রীরা দিকবিদিক ছুটোছুটি করতে থাকে। সংঘর্ষের সময় ইট, খোয়া, লোহার রড এবং ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশ ও র‌্যাব বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়। পরে সাড়ে ১২টার দিকে তারা ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি শান্ত হয়। কিন্ত দু’গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা এখনো চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

No comments

Powered by Blogger.