চীনে বন্যায় ১৮ জনের মৃত্যু, নিখোঁজ ১৮

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী জিলিনে বন্যায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো ১৮ জন। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। জিলিন প্রদেশের মধ্য ও পূর্বাঞ্চলীয় অংশে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বর্ষণ হয়েছে। এতে প্রদেশের অধিকাংশ অংশই পানিতে তলিয়ে গেছে। নগরীর বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ কার্যালয় জানায়, জিলিন নগরীতে ভয়াবহ বন্যা হয়েছে। এতে এক লাখ ১০ হাজারের বেশি লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ধ্বংসস্তুপ অপসারণ, সেতু মেরামত ও বাসাবাড়িতে পুনরায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ করতে নগরীতে ৩২ হাজার ৩৬০টি শক্তিশালী তল্লাশি ও উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে।

No comments

Powered by Blogger.