কাশ্মির সীমান্তে ভারতের হামলায় ৪ পাক সেনা নিহত

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর হামলায় পাকিস্তানের চার সেনা নিহত হয়েছেন। পাকিস্তানি সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কিছু জানে না বলে জানিয়েছে। রোববার এক বিবৃতিতে পাকিস্তানের সেনা বাহিনী জানায়, নিয়ন্ত্রণ রেখার কাছ দিয়ে সেনা বহনকারী একটি গাড়ি যাওয়ার সময় তাতে ভারতীয় সেনারা হামলা চালায়। এতে গাড়িটি পাশের নদীতে পড়ে যায় এবং চার সেনা নিহত হন। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী নিলাম নদী থেকে এক সেনার লাশ উদ্ধার করেছে এবং বাকি তিন সেনার লাশ খুঁজে বের করার চেষ্টা চলছে। এদিকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লে. কর্নেল রাজেশ কালিয়া বলেছেন, এ ঘটনা সম্পর্কে তারা কিছুই জানেন না। গত কয়েক মাস ধরে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানি সেনারা পরস্পরের বিরুদ্ধে মাঝেমধ্যে গোলাগুলি চালাচ্ছে। দুই পক্ষই ২০০৩ সালের যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে।

No comments

Powered by Blogger.