বগুড়ায় মারপিটে আহত কৃষকের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে মারপিটে গুরুতর আহত কৃষক আবদুল মজিদ মণ্ডলের (৬০) মৃত্যু হয়েছে। রোববার রাতে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর তার মৃত্যু হয়। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত আবদুল মজিদ মণ্ডল কামালপুর ইউনিয়নের পূর্ব সুতানারা গ্রামের মৃত সুজা মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানান, জমি বণ্টন নিয়ে মজিদের সঙ্গে চাচা আবদুর রহিমের বিরোধ চলছিল। মিমাংসার জন্য গত ১০ জুলাই সকালে পার্শ্ববর্তী নবীর উদ্দিনের বাড়িতে শালিস বৈঠক বসে। সেখানে মজিদ পক্ষ এলেও রহিম এবং তার লোকজন যাননি। ফলে বিরোধ নিষ্পত্তি হয়নি। সেখান থেকে বাড়ি ফেরার পথে মজিদের ওপর রহিম ও তার লোকজন হামলা চালায়।
এতে তিনি গুরুতর আহত হন। অচেতন অবস্থায় তাকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। রোববার বিকালে কিছুটা সুস্থ হবার পর বাড়িতে নেয়া হলে রাতে মজিদ মারা যান। কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান হেদাইদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বৈঠক করা হলেও সুরহা হয়নি। সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের বড় ছেলে বেলাল হোসেন মণ্ডল থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার সকালে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments

Powered by Blogger.