ঝিনাইদহে নিহত দুজন নব্য জেএমবি : ডিআইজি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় উগ্রবাদী আস্তানায় অভিযানে নিহত দুইজন নব্য জেএমবি বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ। সন্দেহজনক উগ্রবাদী আস্তানা পরিদর্শন শেষে দুপুর সোয়া ১২টার দিকে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ডিআইজি বলেন, অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে একজন ঘরের বাইরে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হয়। আরেকজন ঘরের ভেতরে আত্মঘাতী বোমার বিস্ফোরণে নিহত হয়। নিহত দুজন নব্য জেএমবির সদস্য। তাদের মধ্যে একজনের নাম তুহিন বলে জানা গেছে।
দিদার বলেন, ঘরের ভেতরে বিস্ফোরকদ্রব্য থাকতে পারে। তাই ঢাকা থেকে বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল আসছে। এর আগে আজ রোববার ভোর থেকে উপজেলার এসবিকে ইউনিয়নের বজ্রাপুর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় অভিযানে সন্দেহভাজন দুই উগ্রবাদী নিহত হওয়ার তথ্য জানায় পুলিশ। অভিযানকে কেন্দ্র করে আস্তানার আশপাশের এলাকায় আজ সকাল থেকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

No comments

Powered by Blogger.