খাওয়া ভবন তৈরিতে 'ভিশন ২০৩০' দিচ্ছে বিএনপি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হাওয়া ভবনের মতো খাওয়া ভবন তৈরি করতেই 'ভিশন ২০৩০' ঘোষণা করছে বিএনপি। এটা তাদের একটি পলিটিকাল স্ট্যান্ডবাজি। রোববার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন। এ সময় 'সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংসদ সদস্যদের করণীয়' শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ওবায়দুল কাদের। কর্মশালায় সংসদ সদস্যদের ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইউটিউব ইত্যাদি ব্যবহার, ডিজিটাল ব্যবস্থাপনায় নতুন একাউন্ট তৈরি, কনটেন্ট তৈরি করে দৈনন্দিন ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের সঙ্গে কার্যকরি দ্বিমুখী যোগাযোগ গড়ে তোলার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এছাড়া অনলাইনে উপস্থিতি নিশ্চিত করা, একাউন্ট ভেরিফাইড করা, অনলাইনে নিরাপত্তা নিশ্চিতসহ অন্যান্য বিষয়েও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এতে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কর্মশালায় ওবায়দুল কাদের বলেন, 'আমাদের ভিশন ২০২১, আমাদের ভিশন ২০৪১। এখন আমাদের দেখাদেখি পাল্টাপাল্টি লোক দেখানো একটা ভিশনের কথা আমরা শুনতে পাচ্ছি। সেটা নাকি ভিশন ২০৩০।' তিনি বলেন, 'আওয়ামী লীগ কিছু করলে সেটার পাল্টাপাল্টি কিছু করতে হবে। তাই এটাকে আমি বলব- একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। এই স্ট্যান্ডবাজি বাংলাদেশের লোক ভালই বোঝে।' এ সময় ওবায়দুল কাদের বলেন, 'ডিজিটাল বলতে বাংলাদেশের লোক জয়কে চেনে। এ জন্য জয়কে তারা ভয় পায়, তার মেধাকে তারা ভয় পায়। সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কোনো হাওয়া ভবন নেই, খাওয়া ভবন নেই। কোনো খোয়াব ভবনও নেই।' এই কর্মশালার মাধ্যমে আগামী ৮ ও ৯ মে আরও ১০০ জন সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে।

No comments

Powered by Blogger.