মেক্সিকোয় সেনাবাহিনীর সাথে তেল চোর বাহিনীর বন্দুকযুদ্ধে নিহত ১

মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে ফেডারেল পুলিশের সঙ্গে সন্দেহভাজন সংঘবদ্ধ তেল চোর বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধে এক সন্দেহভাজন অপরাধী নিহত হয়েছে। পুলিশের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। ফেডারেল পুলিশের আঞ্চলিক নিরাপত্তা বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র অপরাধী চক্রটির সদস্যরা তাদের দুই সদস্যকে উদ্ধার করার চেষ্টা চালালে এই সংঘর্ষ ঘটে।
একটি ট্রাকে করে চোরাই তেল নিয়ে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। এতে আরো বলা হয়েছে, শনিবার সকালে পুলিশ ওই দু'জনকে গ্রেফতার করে এবং ট্রাকটি জব্দ করে। ভেরাক্রুজের দক্ষিণে সাইয়ুলা ডি আলেমান ও অ্যাকাযুকানের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটককারীদের অ্যাকায়ুকানে নিয়ে যাওয়ার সময় তাদের সঙ্গীরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশ পাল্টা গুলি চালালে একজন অপরাধী মারা যান। পুলিশের আরো সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অপরাধীরা সায়ুলা ডি অ্যালেমান শহরের দিকে পালিয়ে যায়।

No comments

Powered by Blogger.