‘সীমান্ত হামলার উপযুক্ত জবাব দেবে পাকিস্তান’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সীমান্ত হামলার তাৎক্ষণিক এবং উপযুক্ত জবাব দেয়া হবে। পাকিস্তানের আদম শুমারির দলকে লক্ষ্য করে আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর গুলি বর্ষণে নারী ও শিশুসহ ১০ জন নিহত এবং ৪৭ জন আহত হওয়ার একদিন পর এ মন্তব্য করেন তিনি। পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূলে আফগানিস্তানের সাথে পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
শিয়ালকোটে সাংবাদিকদের সাথে আলাপের সময়ে এ সব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য পারস্পরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। আফগানিস্তানের সাথে সম্পর্কোন্নয়নে পাকিস্তান আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। অবশ্য পাকিস্তান গভীরভাবে সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানান তিনি। খাজা আসিফ বলেন, ভৌগলিক সীমান্ত রক্ষায় পাকিস্তান প্রস্তুত। পাকিস্তান থেকে সফলভাবে সন্ত্রাসবাদ নির্মূলের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, তার দেশ বিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠায় অগ্রগামী ভূমিকা পালন করছে।

No comments

Powered by Blogger.