৫৮ দল নিয়ে 'জাতীয় ঐক্যজোটে'র আত্মপ্রকাশ

জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বে ৫৮টি দল নিয়ে সম্মিলিত জাতীয় ঐক্যজোট আত্মপ্রকাশ করেছে। রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি জানান, নতুন এই রাজনৈতিক জোটের প্রধান মুখপাত্র হিসেব কাজ করবেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। এর আগে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বিএনএ এবং জাতীয় ইসলামী মহাজোট নিয়ে 'সম্মিলিত জাতীয় ঐক্যজোট' নামে নয়া একটি রাজনৈতিক মোর্চা গঠন করার সিদ্ধান্ত নেন এরশাদ। এ নিয়ে একাধিক বৈঠকও করেন তিনি।
সর্বশেষ শনিবার রাতে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের গুলশানের বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এতে উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে এ জোটে দুটি রাজনৈতিক জোট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থাকছে। সামনে আরও কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দল এ জোটে যোগ দেবে। বাংলাদেশ জাতীয় জোটে (বিএনএ) দল রয়েছে ২১টি, আর মাওলানা আবু নাসের ওয়াহেদ ফারুকের নেতৃত্বে জাতীয় ইসলামী মহাজোটে ৩৫টি রাজনৈতিক দল রয়েছে দাবি করা হয়েছে। সেই হিসাবে জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টসহ এরশাদের নতুন জোটে রাজনৈতিক দল হচ্ছে ৫৮টি।

No comments

Powered by Blogger.