অলস পড়ে আছে শিশু বাজেটের ১০০ কোটি টাকা

শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে ১০০ কোটি টাকা থোক বরাদ্দ দেয়া হলেও তা অলস পড়ে আছে। শুধু পরিকল্পনার অভাবে একটি টাকাও খরচ হয়নি। ফলে শিশুদের জীবনমান উন্নয়নের চিন্তা শুরুতেই আটকে গেছে। জানা গেছে, ২০১৪-২০১৫ অর্থবছরে ৪টি মন্ত্রণালয় দিয়ে শুরু হওয়া শিশু বাজেটের প্রথম দফায় ৬০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু তা খরচ হয়নি। এরপর ২০১৫-১৬ অর্থবছরে বরাদ্দ আগের বছরের চেয়ে ৪০ কোটি বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হয়। একই সঙ্গে এ কাজে সম্পৃক্ত মন্ত্রণালয়ের সংখ্যা চার থেকে বাড়িয়ে ৭ করা হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জানা গেছে, সংশ্লিষ্ট ৭টি মন্ত্রণালয়ের আমলতান্ত্রিক জটিলতা,
যথাযথ পরিকল্পনার অভাব ও শিশুদের প্রতি দায়বদ্ধতার বিষয়টি নিয়ে খোদ প্রধানমন্ত্রীও উদ্বিগ্ন। শিশু অধিকার সংশ্লিষ্টদের মতে, মন্ত্রণালয়ের পরিকল্পনার অভাবে ভুক্তভোগী হচ্ছে শিশুরা। তবে মন্ত্রণালয় বলছে, এজন্য তৈরি হচ্ছে কর্মপরিকল্পনা। কেন শিশুর জন্য থোক বরাদ্দকৃত টাকা খরচ হয় না- এ প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, এ টাকা ব্যয় করার মতো সক্ষমতা মন্ত্রণালয়গুলো এখনও দেখাতে পারেনি। এমন সব পরিকল্পনা আসে যা গ্রহণযোগ্য হয় না। এমনও মন্ত্রণালয় আছে যারা বিষয়টিকে গুরুত্ব দিয়ে কোনো পরিকল্পনাও করেনি। যথাযথ পরিকল্পনা করার মতো মেধার অভাব ও শিশুদের প্রতি দায়বদ্ধতার অভাবও এর জন্য দায়ী।

No comments

Powered by Blogger.