মুসলিমদের সঙ্গে কারাগারে রোজা রাখছেন হিন্দুরাও

ভারতের লখনৌয়ে জেলের মধ্যেই সম্প্রীতির নজির গড়ল বন্দিরা। মুসলিমদের সঙ্গে রোজা রাখতে শুরু করেছে বেশ কয়েকজন হিন্দু বন্দি। মুজাফফরনগরের জেলে দেখা যাচ্ছে এমন বিরল দৃশ্য। দ্য ট্রিবিউন এ খবর দিয়েছে। জেল সুপারিনটেন্ডেন্ট রাকেশ সিং জানিয়েছেন, ওই জেলে মোট এক হাজার ১৭৪ জন মুসলিম বন্দি রয়েছেন। আর হিন্দু বন্দির সংখ্যা ৩২। মুসলিম বন্দিদের সঙ্গে রমজান পালন করছেন হিন্দুরাও। জেল কর্তৃপক্ষ জানিয়েছে,
যারা রোজা রাখছে তাদের জন্য দুধ ও ফলের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ভারতে সাম্প্রতিক সময়ে যেভাবে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে, তার মধ্যে এটি একটি ব্যতিক্রমী ঘটনা। ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে ১৪ ভাগই মুসলিম। তবে দেশটির মুসলিমরা নানা ধরনের নিপীড়নের শিকার হন। হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুসলিমবিদ্বেষ আরও বেড়েছে বলে অনেক পর্যবেক্ষক মনে করেন।

No comments

Powered by Blogger.