হোয়াইট হাউসের জনসংযোগ প্রধানের পদত্যাগ

হোয়াইট হাউসের জনসংযোগ প্রধান মাইক দুবকে পদত্যাগ করেছেন। মাত্র তিন মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়োগ দিয়েছিলেন। প্রশাসন ছেড়ে যাওয়ার ব্যাপারে মঙ্গলবার নিজেই জানান মাইক। গণমাধ্যমের ব্যাপারে হোয়াইট হাউসের কৌশল আরও উন্নত করার লক্ষ্যে মাইককে নিয়োগ দেয়া হয়। তবে হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসার তার পদে বহাল থাকবেন বলে জানিয়েছে বিবিসি। সিএনএন জানায়, হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে বড় রদবদলের হতে পারে এমন সম্ভাবনার মধ্যে মাইক পদত্যাগ করেছেন। মাইক জানান, গত ১৮ মে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বিদেশ সফর থেকে দেশে না পর্যন্ত তিনি স্বপদে ছিলেন। মাইক বলেন, পদত্যাগপত্র জমা দেয়ার পর প্রেসিডেন্টের সঙ্গে তার ভালো আলাপ হয়েছে। তবে হোয়াইট হাউসের ভেতরের অস্থির পরিস্থিতি সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন তিনি।

No comments

Powered by Blogger.