হলি আর্টিজানে হামলার চার্জশিট ১৬ জুলাই

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় আগামী ১৬ জুলাই তদন্ত প্রতিবেদন (চার্জশিট) জমা দেয়ার নতুন দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালত এ দিন ধার্য করেছেন। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের এদিনই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। কিন্তু ঢাকা মহানগর কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় নতুন এদিন ধার্য করে আদালত।
আদালত সূত্র জানায়, গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশীসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এসময় আইনশৃংখলা বাহিনীর যৌথ অভিযান ‘অপারেশন থান্ডার বোল্ডে’ পাঁচ জঙ্গি নিহত হয়। অভিযানে এক জাপানি ও দুজন শ্রীলংকানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। ওই ঘটনায় ৪ জুলাই গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। এ মামলায় গ্রেফতার হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও গত ২৬ জুলাই মধ্যরাতে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযানের পর একমাত্র জীবিত অবস্থায় ধরা পড়া জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান কারাগারে আছেন।

No comments

Powered by Blogger.