জনগণের অধিকার ফেরাতে বর্তমান সরকারকে বিদায় করতে হবে : ভিপি সাইফুল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার প্রতিষ্ঠিত বিএনপি জনগণের দল। জিয়া বহুদলীয় গণতন্ত্র ফিরে দিয়েছিলেণ বলেই আ’লীগের পুনর্জন্ম হয়েছে। কিন্তু আ’লীগ গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন চালু হয়েছে। বিএনপিকে সভা সমাবেশ করতে দেয়া হয় না। তাই জনগণের অধিকার ফিরিয়ে দিতে বর্তমান সরকারকে বিদায় করতে হবে। রোজার পর সেই ডাক দেবেন খালেদা জিয়া। সেই ডাকে সাড়া দিতে রাজপথে নামতে হবে। তিনি মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। উক্ত সভায় জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা,
জিয়া পরিষদের জেলা সভাপতি অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, কৃষকদলের সাধারন সম্পাদক এসএম রফিকুল ইসলাম, জাসাস সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন পশারী হিরু, আলীমুরাজি তরুন, যুবদল সভাপতি মাসুদ রানা মাসুদ, ছাত্রদলের শফিকুল ইসলাম শফিক প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রহমান, আলী আজগর হেনা, আবুল বাশার, প্রকৌশলী হেলাল উদ্দিন , মোশারফ হোসেন স্বপন, লিটন শেখ বাঘা, নাজমা আক্তার প্রমুখ। এ ছাড়া দিবসের অন্যান্য কর্মসূচীতে ছিল, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ।

No comments

Powered by Blogger.