রাঙ্গামাটিতে ‘মোরা’র আঘাতে ২ জন নিহত

ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে রাঙ্গামাটি শহরে বসতঘরের উপর গাছ পড়লে এক স্কুলছাত্রী ও অপর এক নারী নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রীর নাম জাহিদা সুলতানা নাহিমা ও অপর নারী হাজেরা বেগম। সকালে ঘূর্ণিঝড় শুরু হলে শহরের ভেদভেদী ও আসামবস্তী এলাকায় বসতঘরের উপর গাছের ডাল ভেঙ্গে পড়লে গাছ চাপা পড়ে ঘটনাস্থলে দ্জুনের মৃত্যু হয়। এদিকে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘূর্ণিঝড় মোরা আঘাত হানে। তিন ঘন্টাব্যাপী ঘুর্ণিঝড়ের তান্ডবে রাঙ্গামাটি শহরের দুই শতাধিক ঘরবাড়ী বিধ্বস্থ হয়েছে। বসতঘর ও রাস্তার উপর ভেঙ্গে পড়েছে গাছপালা। ক্ষতি সাধিত হয়েছে বৈদ্যুতিক লাইন, কেবল টিভির লাইন, টেলিফোন লাইন ও মোবাইল টাওয়ারের। বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাঙ্গামাটি শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলায় ঘূর্ণিঝড়ের তান্ডবে কাচা ঘরবাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

No comments

Powered by Blogger.