ফরিদপুরে দু’দল ডাকাতের বন্ধুকযুদ্ধে নিহত ২ : দাবি পুলিশের

ফরিদপুরে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। আজ মঙ্গলবার ভোরে ফরিদপুর শহরের কৈজুরী ইউনিয়নের বাইপাস সড়কের আলালপুর এলাকায় ডাকাতদের দুই দলের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত পাভেল শহরের শোভারামপুরের আব্দুল করিম ও নিহত সবুজ দক্ষিণ গোয়ালচামট এলাকার আশরাফ উদ্দিন তারার ছেলে। ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা জানান, বাইপাস সড়কের আলালপুর এলাকায় ভোররাতের দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানান পুলিশ সুপার। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফরিদ উদ্দিন জানান, ভোররাতের দিকে এসআই অসীম মন্ডল মৃত অবস্থায় দুজনের লাশ নিয়ে আসে। মাথায় গুলি লেগে তারা মারা গেছেন। এখন ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

No comments

Powered by Blogger.