আরাফাত সানির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৩০ মে

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় প্রতিবেদন দাখিলের জন্য ৩০ মে দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম মো. জিয়ারুল ইসলাম এ আদেশ দেন। এদিন মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ তা দাখিলে ব্যর্থ হয়। আদালত সূত্র জানায়, ৭ বছর আগে পরিচয়ের সূত্র ধরে আরাফাত সানি ও স্ত্রী দাবিদার তরুণী নাসরিন সুলতানার মাঝে ঘনিষ্ঠতা হয়। ২০১৪ সালের ৪ ডিসেম্বর অভিভাবকদের না জানিয়ে তারা বিয়ে করেন।
বিয়ের ৩ বছরেও সানি ওই তরুণীকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেননি। ২০১৬ সালের ১২ জুন রাতে নাসরিন সুলতানা নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে আসল ফেসবুক আইডিতে মেসেঞ্জারে সানি ও ওই তরুণীর অন্তরঙ্গ কিছু ছবি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৫ জানুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন ওই তরুণী।

No comments

Powered by Blogger.