তিন যুবদল নেতা বহিষ্কার

যুবদল মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনের ওপর হামলার দায়ে সংগঠনের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।  সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধ প্রমাণিত হওয়ায় বংশাল থানা যুবদল সাধারণ সম্পাদক মামুন মিয়া, সহসভাপতি ইসমাইল  হোসেন ও  গেন্ডারিয়া থানা যুবদলের সহসভাপতি শিপনকে সংগঠন  থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তাদের বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। ইতিমধ্যে তা কার্যকর করা হয়েছে। তবে যুবদলের উচ্চ পর্যায় সূত্রে জানা যায়, উল্লিখিত তিন নেতা মাদক ব্যবসাসহ নানা অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। সম্প্রতি, গোলাম মাওলা শাহীন ঘোষণা দিয়েছেন যাদের নামে এলাকায় মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে,তাদের মূল নেতৃত্বে আনা হবে না।
বিষয়টি ভালোভাবে নেননি উলি্লখিত যুবদল নেতারা। এই ঘোষণায় যুবদলের একটি অংশ ক্ষুব্ধ হয় শাহীনের ওপর। জানা গেছে, রোববার বিএনপির মহানগর দক্ষিণের কর্মিসভা শেষ করে বংশাল, গেন্ডারিয়াসহ কয়েক থানার নেতাদের নিয়ে রাজধানীর ঠঁাটারীবাজার এলাকার বিসিআইসি রোডে এক মতবিনিময় সভা করেন শাহীন। সেখানে নতুন কমিটি গঠন বিষয়ে আলোচনা হয়। একপর্যায়ে আগে থেকে ক্ষুব্ধ কয়েক নেতা শাহীনের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। রাতেই শাহীনকে দেখতে যান যুবদলের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় ও  মহানগর নেতারা। এ ঘটনার কারণ ও জড়িতদের নাম কেন্দ্রীয় নেতাদের কাছে  প্রকাশ করেন শাহীন।

No comments

Powered by Blogger.