প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় বাড়িতে আগুন

প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় এক স্কুল ছাত্রীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে বখাটেরা তাকে হত্যাচেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। ৬ মে রংপুর শহরের ধাপ পাশারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তহীনতায় ভুগছেন। থানায় মামলা হলেও পুলিশ অভিযুক্ত বখাটেদের গ্রেফতার করতে পারেনি। এলাকাবাসী জানায়, নগরীর ধাপ পাশারীপাড়া এলাকার রায়হান সেলিমের মেয়ে সানজিদা আক্তারকে একই এলাকার মোজাহার আলীর  বখাটে ছেলে বিপ্লব হোসেন(২২) গত এক বছর ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সানজিদা প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় স্কুল যাওয়া আসার পথে প্রায় তাকে বিভিন্ন ভাবে উত্যক্ত করতো বিপ্লবের। এ ঘটনায় সানজিদার মা নাসিমা বেগম গত বছরের ৫ আগষ্ট রংপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি করেন। পুলিশ ঘটনার তদন্তে বিপ্লবের বাড়িতে গেলে ৭ আগষ্ট বিপ্লব তার পরিবারের লোকজন নিয়ে সানজিদাদের বাড়িতে গিয়ে চড়াও হয়। পরে পুলিশ ও এলাকাবাসীর হস্থক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনার জের ধরে গত ৬ মে শনিবার গভীর রাতে বিপ্লব, রবিন, নাহিদ ও তৌকির পেট্রোল ঢেলে সানজিদার ঘরের দরজা ও জানালায় আগুন ধরিয়ে তাকে হত্যাচেষ্টা করে। প্রতিবেশীদের সহায়তায় বাড়ির লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বখাটে বিপ্লব, রবিন, নাহিদ ও তৌকির পেট্রোলের কৌটা ফেলে পালিয়ে যায়। আগুনে ঘর ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভষ্মিভূত হয়। সানজিদার মা জানায়, বিপ্লব তার সঙ্গীদের নিয়ে মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। এর প্রতিবাদ করায় সে মেয়ের ক্ষতিসহ পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছে। বিপ্লবের এসকল কর্মকাণ্ড থানায় জানানো হলে পুলিশ উল্টো তাদেরকে দোষারোপ করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে রংপুর কোতয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, আমরা একটি অভিযোগপত্র পেয়েছি। বিপ্লবকে খোঁজা হচ্ছে। আশাকরি তাকে আমরা গ্রেফতার করতে পারব।

No comments

Powered by Blogger.