ভারতে প্রধান বিচারপতিসহ ৮ বিচারপতির জেল

কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনান ভারতের প্রধান বিচারপতি এবং অন্য সাত বিচারপতিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। 'তফশিলি জাতি ও তফশিলি উপজাতি অত্যাচার আইন ১৯৮৯' এবং ২০১৫-র সংশোধিত আইনে দোষী সাব্যস্ত করে তিনি তাদের এই শাস্তি দেন। সোমবার বিকেলে ভারতের শীর্ষ আদালতের বিচারপতিদের জেলে পাঠানোর নির্দেশের পাশাপাশি প্রত্যেককে এক লাখ রুপি করে জরিমানাও করেন বিচারপতি কারনান। অনাদায়ে বিচারপতিদের আরো ছ'মাসের জেল। রায় ঘোষণার সময় বিচারপতি কারনান বলেন,
শীর্ষ আদালতের বিচারপতিরা বর্ণ বৈষম্যমূলক আচরণ করছেন। নির্দেশে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে দিল্লির খান মার্কেটে তফশিলি জাতি ও তফশিলি উপজাতির সাংবিধানিক সংস্থা- ন্যাশনাল কমিশনে জরিমানার এই অর্থ জমা দিতে হবে। দিল্লির পুলিশ কমিশনারকে এই রায় কার্যকর করতে বলা হয়েছে। সোমবার বিচারপতি কারনানের কলকাতার নিউটাউনের বাড়ি থেকে ১২ পাতার এই সুয়োমোটো নির্দেশটি জারি করা হয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের সাত সদস্যের বেঞ্চ গত ৮ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি কারনানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে। গত ৪মে সুপ্রিম নির্দেশে মনোরোগ বিশেষজ্ঞের ৪ সদস্যের একটি টিম তাঁর স্বাস্থ্য পরীক্ষা করতে এলে, অস্বীকার করেন কারনান।

No comments

Powered by Blogger.