নূরে প্রভার স্বামী মানস

প্রথমবারের মতো মানস বন্দ্যোপাধ্যায় ও প্রভা একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। টেলিফিল্মের নাম ‘নূর’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘আশ্চর্য প্রদীপ’ উপন্যাস অবলম্বনে মাতিয়া বানুর চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন রাজু খান। সম্প্রতি রাজধানীর উত্তরায় বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে। টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, ঝলক একজনের বিবাহিত স্ত্রী। কিন্তু অর্থ-সম্পদের প্রতি তার ভীষণ লোভ। স্ত্রীর বিলাসী জীবনের জন্য তার স্বাদ আহ্লাদ পূরণ করতে গিয়ে তার স্বামী দিন রাত নিরলসভাবে পরিশ্রম করে। একবার জন্মদিনে একটি প্রদীপ তাকে উপহার দেয়।
হঠাৎ সেই প্রদীপ আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ হয়ে যায়, যার নাম নূর। ঝলক নূরের কাছে যা চায় সবই পায়। কিন্তু ভালোবাসা পায় না। ঝলক তার স্বামীর ভালোবাসা চায়। এভাবেই এগিয়ে যায় টেলিফিল্মের গল্প। এতে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, ‘টেলিফিল্মটির গল্পের ভেতর কিছুটা সিনেমাটিক ব্যাপার আছে। এ ধরনের গল্প দর্শকদের পছন্দ বেশি থাকে। আমরাও এতে ভালো অভিনয় করার চেষ্টা করেছি।’ আসছে ১২ মে বিকাল তিনটায় চ্যানেল আইতে ‘নূর’ টেলিফিল্মটি প্রচার হবে।

No comments

Powered by Blogger.