বিদেশি পাত্রী চায় ডেনমার্ক

ডেনমার্কের কোলে স্বশাসিত দ্বীপপুঞ্জ ফেরো। ভাষা, খাওয়া-দাওয়া, আবহাওয়ার দিক থেকে আর পাঁচটা দেশের থেকে একদম আলাদা। সাকল্যে ৫০ হাজার লোকের বাস। তার মধ্যে আবার পুরুষের তুলনায় মহিলার সংখ্যা অনেক কম। আর সেই জন্যই অন্য দেশ থেকে পাত্রী খুঁজে আনতে হচ্ছে ফেরোর বিবাহযোগ্য পুরুষদের। পরিসংখ্যান বলছে, থাইল্যান্ড ও ফিলিপাইন থেকে আসা তিন শতাধিক নারীর ঠিকানা এখন এই দ্বীপপুঞ্জে। স্বামী-সংসারের পাশাপাশি এখানেই আর্থিকভাবে নিজেদের স্বাবলম্বী করে তুলছেন তারা।
কেউ শুরু করেছেন রেস্তোরাঁর ব্যবসা, কেউ বা ম্যাসাজ পার্লার। পড়াশোনা কিংবা চাকরির সন্ধানে সম্প্রতি ফেরোর যুবক-যুবতীরা বাইরে যাচ্ছেন। তবে তারা অনেকেই ফেরেন না। নারীদের মধ্যে বিদেশে পাকাপাকিভাবে থিতু হওয়ার প্রবণতা বেশি। ফলে পাত্রীর খোঁজে একমাত্র সহায় ডেটিং ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া। বর্তমান বিশ্বে শরণার্থী প্রশ্ন একটি স্পর্শকাতর বিষয়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফেরো মুক্ত হস্তে অভিবাসীদের গ্রহণ করেছে। তবে নিজের প্রয়োজনেই! স্থানীয় রাজনীতিক মাগ্নি আর্গে বলেন, ‘অভিবাসীদের বেশির ভাগই নারী। তারা এখানে আসছেন, কাজ করছেন। তবে কোনো রকম সমস্যা তৈরি করছেন না।’ বিবিসি।

No comments

Powered by Blogger.