কাঁঠালিয়ায় ইভটিজিংয়ের অভিযোগে দু’বখাটের জরিমানা ও কারাদন্ড

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে আওরাবুনিয়া গ্রামের মো: নজরুল জমাদ্দারের ছেলে মো. রনি জমাদ্দার (২০) ও পশ্চিম শৌলজালিয়া গ্রামের সালাম খানের ছেলে মো. কালু খানকে (১৮) ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাস করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ডা: শরীফ মুহম্মদ ফয়েজুল আলম মোবাইল কোর্ট পরিচালনাকালে এ দ- দেন।
জানা যায়, পশ্চিম শৌলজালিয়া গ্রামের বাবুল খানের মেয়ে ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী মোসা: মিম আক্তারকে প্রতিনিয়ত ওই দু’বখাটে যুবক যৌন হয়রানী ও ইভটিজিং করে আসছিল। এ অভিযোগ এনে মিমের পিতা বাবুল খান উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করলে দু’বখাটে যুবক গতকাল সোমবার ভ্রাম্যমান আদালতে হাজির হলে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়।

No comments

Powered by Blogger.