ট্রাম্পের রুশ সংযোগ তদন্তে মুলার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তদন্তে এফবিআইর সাবেক পরিচালক রবার্ট মুলারকে নিয়োগ দেয়া হয়েছে। দেশটির বিচার বিভাগ বুধবার এ নিয়োগ দেন। খবর বিবিসির। এক বিবৃতিতে বিচার বিভাগ বলেছে, মার্কিন জনগণের স্বার্থেই প্রশাসনের বাইরের কাউকে এ তদন্ত ভার দেয়া হয়েছে। রবার্ট মুলার পেশায় একজন আইনজীবী। তিনি ১২ বছর গোয়েন্দা সংস্থা এফবিআই'র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে একই ঘটনার তদন্ত নিয়ে জেমস কোমিকে এফবিআই'র পরিচালকের পদ থেকে বরখাস্ত করে বিতর্কের জন্ম দেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ ওঠে তিনি মার্কিন সরকারের সন্ত্রাস দমনবিষয়ক গোপন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাশিয়াকে দিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে সাক্ষাতের পরই এমন সংবাদ প্রকাশ করে মার্কিন গণমাধ্যম।
এসব সংবাদে বলা হয়, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্পর্কটা ঠিক কী ছিল, তা নিয়ে তদন্ত করার সময় সদ্য বরখাস্ত হওয়া এফবিআই প্রধান জেমস কোমিকে তদন্ত বন্ধ করতে বলেছিলেন ট্রাম্প। আর তার ফলেই জেমস কোমি বরখাস্ত হন। এদিকে, চলমান এই বিতর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘি ঢেলে দিয়েছেন। তিনি বলছেন, গত সপ্তাহের ওই বৈঠকে কোনো গোপন তথ্য যে ফাঁস হয়নি, প্রমাণ হিসেবে বৈঠকের বৃত্তান্ত তিনি কংগ্রেসের কাছে তুলে দেবেন। যদিও কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্রেট দু'দলের প্রতিনিধিরাই রাশিয়ার এ প্রস্তাব নাকচ করে দিয়েছে।

No comments

Powered by Blogger.