চীনে ভয়াবহ দাবনল

চীনে স্বায়ত্ত্বশাসিত ইনার মঙ্গোলিয়ায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফরেস্ট পুলিশসহ এক হাজার ৬শ’র বেশি লোক কাজ করছে।বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানায়। স্থানীয় দমকল কর্তৃপক্ষ জানায়, চীনের হুলুনবুয়ির নগরীর চেনবায়েরহু বান্নারে একটি বনভূমিতে বুধবার এ দাবানল ছড়িয়ে পড়ে।
এতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রায় পাঁচ হাজার হেক্টর জমির বনভূমি পুড়ে যায়। তারা জানায়, দাবানল নিয়ন্ত্রণে আটটি হেলিকপ্টার ও ছয়টি সাঁজোয়া যান অগ্নিনির্বাপক দলে যুক্ত করা হয়েছে। প্রয়োজনে এক হাজার সাত শ’র বেশি ফরেস্ট পুলিশ এ আগুন নিয়ন্ত্রণ প্রচেষ্টায় যোগ দিতে প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, এই বসন্তে ইনার মঙ্গোলিয়ায় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা অনেক বেশি দেখা যাচ্ছে।

No comments

Powered by Blogger.