শাহবাগে সংঘর্ষ, ভাঙচুর

রাজধানীর শাহবাগ এলাকায় বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুর হয়েছে। বেলা ২টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ধাওয়া ও ভাঙচুর শুরু হয়। পুলিশ বলছে, এতে পুলিশের এক নারী সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে কয়েকজনকে পুলিশের ভ্যানে নিয়ে যেতে দেখা গেছে। পাঁচ দফা দাবিতে আন্দোলনরত মেডিকেল অ্যাসিসটেন্স ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থী এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ফি ৫ গুণ বাড়ানোর উদ্যোগের প্রতিবাদকে কেন্দ্র করে এই সংঘর্ষ ও ভাঙচুর হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর প্রথমে ম্যাটস শিক্ষার্থদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হলে টিএসসি মোড় থেকে শাহবাগ পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশের জলকামান ও টিয়ার শেলের জবাবে ম্যাট আন্দোলনকারীদের ঢিল ছুড়তে দেখা যায়।

No comments

Powered by Blogger.