বন্যা পরিস্থিতি পরিদর্শনে নেত্রকোনায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে নেত্রকোনার হাওড় এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে এখানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারটি সকাল ৯টা ৫০ মিনিটে খালিয়াজুড়ি ডিগ্রী কলেজ মাঠে অবতরণ করে। প্রধানমন্ত্রী এখানে বন্যা দুর্গত কৃষক এবং অন্যান্যদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। তিনি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ছ্ড়াাও খালিয়াজুড়ি ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
বিকেলেই প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে। অতিবর্ষণ এবং পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলে গত কয়েকদিন যাবত বন্যা দেখা দেয়ায় ক্ষেতের বোরো ধান তলিয়ে গিয়ে হাজারো কৃষকের জীবনযাত্রা হুমকির মুখে ফেলে দিয়েছে। সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোণা এবং ব্রাক্ষণবাড়িয়া এই বন্যায় আক্রান্ত হয়েছে। এরআগে গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা দুর্গত সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান এবং ত্রাণকার্যে অংশগ্রহণ করেন। সূত্র : বাসস

No comments

Powered by Blogger.