দুই জেলায় বজ্রপাতে নিহত ৩

প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে বুধবার রাতে মাগুরা ও পাবনায় তিন ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, মাগুরা সদর উপজলোর মহিষাডাংগা গ্রামের বাবর আলীর স্ত্রী হুলি বেগম (৬০) ও আতিয়ার রহমান (৪০) এবং পাবনার ঈশ্বরদী থানার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মৃত চাঁদু মোল্লার ছেলে সাবদার হোসেন (৩৫)। সাবদারের সঙ্গে থাকা একই এলাকার মৃত শের আলীর ছেলে সাজাহান আলী (৩৭) গুরুতর আহত হয়েছেন। মাগুরা প্রতিনিধি জানান, রাতে ঝড়-বৃষ্টির মধ্যে ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন ফুলি বেগম ও আতিয়ার।
আকস্মিক বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে ফুলি বেগম এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান আতিয়ার। ঈশ্বরদী প্রতিনিধি জানান, বুধবার রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় সাবদার ও সাজাহান গ্রামের আতিয়ার রহমানের লিচু বাগানে অবস্থান করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই সাবদার মারা যান। গুরুতর আহত হন তার সহযোগী সাজাহান। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments

Powered by Blogger.