উত্তর কোরিয়ার ভয়ে সরে যাচ্ছে মার্কিন রণতরী?

উত্তর কোরিয়ার বিরুদ্ধে কি ক্রমশ যুদ্ধের রাস্তা থেকে সরে আসছে আমেরিকা! এটা কি তারা করছে ভয়ে? কোরীয় উপদ্বীপ থেকে ক্রমশ মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসন সরে যাচ্ছে। কিছুটা দিক পরিবর্তন করে আগামী আর কয়েক দিনের মধ্যেই পৌঁছে যাবে জাপান সাগরে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। মার্কিন রণতরীটির গতিবিধি সম্পর্কে কয়েকদিন ধরেই নানারকম জল্পনা চলছিল। মনে করা হচ্ছিল, উত্তর কোরিয়ার উপর যেকোনো মুহূর্তে হামলা করতেই মার্কিন এই বিমানবাহী যুদ্ধ জাহাজকে পাঠানো হয়েছিল।
কিন্তু তবে এখন সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার অভিমুখে এগোচ্ছে কার্ল ভিনসন। অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে মহড়া দেয়ার জন্যই এটি পাঠানো হচ্ছে। তাহলে কি মার্কিন নৌবাহিনী তার মিত্র শক্তিদের নিয়েই অভিযান চালানোর ছক কষছে? এই প্রশ্নই এখন বড় করে দেখা দিয়েছে। সব নিষেধাজ্ঞাকে উড়িয়ে একের পর এক মিসাইল পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। শুধু তাই নয়, আমেরিকার উপর চলছে পারমাণবিক হামলার হুঁশিয়ারিও। এমনকি মার্কিণ রণতরী ডুবিয়ে দেয়ার হুমকিও দিয়েছে। আর এর পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যে মার্কিন যুদ্ধ জাহাজ পাঠিয়েছে আমেরিকা। কিন্তু মার্কিন রণতরীর অস্ট্রেলিয়ায় আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

No comments

Powered by Blogger.