চাটমোহরে পাকা ধান তলিয়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা

পাবনার চাটমোহরের মধ্য দিয়ে প্রবাহিত গুমানী নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি ও অসময়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চাটমোহরের নিম্নাঞ্চলের মাঠগুলোর পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর, বেজপাটিয়াতা ও বড়বেলাই এলাকার মাঠের নিম্নাঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পানি বৃদ্ধি ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে ব্যাপক এলাকার পাকা, আধাপাকা বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। ঝড়ের কারণে মাঠের ধানগুলো এলোমেলো হয়ে নেতিয়ে পড়ছে পানিতে। এর আগে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও এখন শঙ্কায় আছেন কৃষকেরা। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা রওশন আলম জানান, ইতিমধ্যে ৫০ হেক্টর জমির বোরো ধান আক্রান্ত হয়েছে।

No comments

Powered by Blogger.