আইএস মারতে গিয়ে নিজেদের ২ সৈন্যকে হত্যা যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধরত দুই মার্কিন সৈন্য নিহত হয়েছেন। শুক্রবার পেন্টাগন তাদের পরিচয় প্রকাশ করেছে। নিহতরা হলেন- সার্জেন্ট জোসুয়া রজার্স (২২) ও সার্জেন্ট ক্যামেরন থমাস (২৩)। তাদের আফগানিস্তানে তৃতীয় ব্যাচের সেনা হিসেবে মোতায়েন করা হয়। পেন্টাগন জানিয়েছে, চলতি সপ্তাহে ফ্রেন্ডলি ফায়ারে ওই দুই সেনা সদস্যের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, বুধবার রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আইএসের সঙ্গে ভারী বন্দুকযুদ্ধের সময় তিন সেনা সদস্য গুরুতর আহত হন। এদের মধ্যে একজন প্রাণে বেঁচে গেলেও রজার্স আর থমাস মারা যান। প্রথমে বিষয়টি এমন মনে করা হলেও পরে তদন্তে বেরিয়ে আসে তারা ফ্রেন্ডলি ফায়ারে নিহত হয়েছেন। আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইউএসএঅওআর তদন্ত করে জানতে পেরেছে- ওই দুই সেনা সদস্য দুর্ঘটনার শিকার হয়েছেন। প্রায় তিন ঘণ্টার মতো নিজেদের মধ্যে ফ্রেন্ডলি ফায়ারে তারা মারা যান। বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি তাদের পরিবারকে জানানো হয়েছে। সেনা সদস্য নিহতের ঘটনার অধিকতর তদন্তে কমিটি গঠন করা হয়েছে। সার্জেন্ট রজার্স যুক্তরাষ্ট্রের ইলিনিয়সের ব্লুমিংটনের বাসিন্দা। তিনি একটি সেনা রেঞ্জার্সের দলনেতা ছিলেন। আর সার্জেন্ট থমাস ওহাইও'র কেটারিং থেকে আফগানিস্তানে নিযুক্ত হয়েছিলেন। তিনি অস্ত্রনিরোধক বিশেষজ্ঞ ছিলেন। সম্প্রতি আফগানিস্তানের নাগাহর প্রদেশে যুক্তরাষ্ট্র 'মাদার অব অল বোম্ব' ফেলে। নিহতরা এই অভিযানে অংশ নিয়েছিলেন।

No comments

Powered by Blogger.