ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্মার্টফোন!

স্মার্টফোন ব্যবহার করে ডায়াবেটিস নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কারের দাবি করেছেন বিজ্ঞানীরা। ইঁদুরের ওপর জীববিদ্যা এবং প্রযুক্তি সংযোজনটি ব্যবহার করে তারা সফলতা পেয়েছেন। বিজ্ঞানীরা দেখেছেন, স্মার্টফোন প্রাণীটির ভেতরে জীবিত কোষের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে এবং ইঁদুরের রক্তের শর্করার মাত্রা স্বাভাবিক রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। বিজ্ঞানীদের ভাষায়, এ পদ্ধতিটি প্রয়োগ করে তারা আশানুরূপ ফল পেয়েছেন। আর চীনা গবেষকরা এ পদ্ধতি আবিষ্কারকে চিকিৎসা বিজ্ঞানে একটি 'নতুন যুগের' সূচনা বলছেন। এ পদ্ধতি ইনস্যুলিনের মতো স্বাভাবিক সেলে কাজ করে জিনতাত্ত্বিকভাবে ওষুধ তৈরি করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করবে। কিন্তু এটা ভালো কাজ করে আলোতে। প্রযুক্তিটিকে ওপটোজেনেটিক (optogenetics) বলা হয় এবং লাল বাতির নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের উদ্ঘাটিত হওয়ার সময় এ কোষগুলিতে  বাধা পায়।
তারপরই কোষগুলিকে নিয়ন্ত্রণ করতে ওয়্যারলেস চালিত স্মার্টফোনের অ্যাপটি (অ্যাপ্লিকেশন) এলইডি লাইটটি কাজ করতে শুরু করে। সাংহাইয়ের পূর্ব চীন নর্মাল ইউনিভার্সিটির গবেষকরা ইঁদুরের ওপর এ পদ্ধতিটি প্রয়োগ করেছেন। তারা দেখেছেন, টাচ স্ক্রিনের এ টুপিটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সক্ষম। গবেষক দল বলছে, এটি প্রাথমিক পর্যায়ে ব্যক্তিগতভাবে প্রমাণিত হয়েছে। এটি ডিজিটালাইজড করে বিশ্বায়নের একটি নতুন যুগের পথ তৈরি করা সম্ভব। তবে রক্তের শর্করার মাত্রা জানতে বিজ্ঞানীদের প্রয়োজন হয়ে ক্ষুদ্র ড্রপ, যার মাধ্যমে তারা গণনা করতে পারবেন রোগ সারাতে কতটুকু ওষুধ প্রাণীটির প্রয়োজন। চূড়ান্ত পর্যায়ে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় সিস্টেম যা উভয় চিনি মাত্রা শনাক্ত করে এবং তারপর সঠিক পরিমাণে থেরাপিউটিক রাসায়নিকভাবে মুক্তি পায়। ওয়াইমিং বিশ্ববিদ্যালয়ের আণবিক জীববিজ্ঞানের অধ্যাপক মার্ক গোমেলসিকে বলেন, গবেষণাটি ছিল ‘রোমাঞ্চকর উপলব্ধি’।

No comments

Powered by Blogger.