ভারতে প্রধান বিচারপতির দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা

ভারতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ সাত বিচারপতির উড্ডয়নের উপর নিষেধাজ্ঞা জারি করলেন বিচারপতি সি এস কারনান। শুক্রবার এয়ার কন্ট্রোল অথরিটিকে এমনই নির্দেশিকা জারি করেছেন তিনি। নির্দেশিকায় বলা হয়েছে তাদের বিরুদ্ধে মামলার রায় না বেরোনো পর্যন্ত তারা দেশ ছাড়তে পারবেন না। কলকাতার নিউটাউনে নিজের বাড়িতেই আদালত বসিয়ে এই নির্দেশিকা জারি করেন কারনান। ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর এবং আরো ৬ বিচারপতি দীপক মিশ্র, জে চেলামেশ্বর,
রঞ্জন গগৈ, মদন বি লকুড়, পিণাকীচন্দ্র ঘোষ এবং ক্যুরিয়ান জেসপের বিরুদ্ধে তপশিলি জাতি ও উপজাতি আইনের ধারায় মামলা দায়ের করেন। এই সাত বিচারপতিকেই ২৮ এপ্রিলের মধ্যে তার বাড়িতে বসানো বিশেষ আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন কারনান। এই সাত বিচারপতিই দুর্নীতির কারনানের বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। চার সপ্তাহের মধ্যে তার জবাবও তলব করেছিল সুপ্রিম কোর্ট। এবং ১ মে তাকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তার প্রেক্ষিতেই পাল্টা মামলা করেন কারনান। সেই মামলায় এই নির্দেশিকা জারি করেন তিনি।

No comments

Powered by Blogger.