হুইল চেয়ার পেল বালিয়াকান্দির সেই স্কুলছাত্র সুজন

দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় ‘এক পায়ে ভর করে সুজন এখন পঞ্চম শ্রেণীর ছাত্র’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর ঢাকা আমিন জুয়েলার্সের এক্সকিউটিভ সেলস ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামের বাসিন্ধা জয় গোপাল গোস্বামী জয় একটি হুইল চেয়ার প্রদান করেছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হারুন অর রশিদ মানিকের নিকট প্রদত্ত হুইল চেয়ারটি আজ মঙ্গলবার দুপুরে বকচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সুজনের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে। হুইল চেয়ার প্রদানকালে উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হারুন অর রশিদ মানিক, উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ, উপজেলা ইন্সটেক্টর বজলুল হক, বালিয়াকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক পারভেজ মিয়া, বকচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান, সহকারী শিক্ষক বিপ্লব কুমার সিকদার, মো: আবু হাসান, জেসমিন সুলতানা, সাজিদ হাসান, আফরোজা ইয়াসমিন, স্কুলের সভাপতি হাফিজুর রহমান হাবু প্রমুখ উপস্থিত ছিলেন। স্কুলছাত্র সুজন হুইল চেয়ারটি পেয়ে আনন্দ প্রকাশ করে। এ সময় সরকারি সহযোগিতার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানায় সে।

No comments

Powered by Blogger.