এল সালভাদরে ভূমিকম্পে হতাহত ৩

এল সালভাদরে সোমবার মাঝারি আকারের ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে একজন মারা গেছে ও অপর দু'জন আহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১। দেশটির কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। পরিবেশ মন্ত্রণালয় টুইটার বার্তায় জানিয়েছে, গ্রিনিচ মান সময় ২৩৫২টায় রাজধানীর কাছে অনটিগুয়ো কাসাতলানের কাছে ভূপৃষ্ঠ থেকে চার কিলোমিটার নিচে ভূমিকম্পটি আঘাত হানে।
ন্যাশনাল সিভিল পুলিশ জানায়, রাজধানী সান সালভাদরের পশ্চিমের একটি মহাসড়কে ভূমিকম্পের কারণে একটি বড় পাথর একটি গাড়ির ওপর পড়লে একজন প্রাণ হারান। রেডক্রস জানায়, একই এলাকায় পৃথক ঘটনায় ভূমিকম্পের সময় দু'জন লোক আহত হলে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। জননিরাপত্তা প্রধান জর্জ মেলেন্ডেজ বলেন, ভূমিকম্পের ফলে পাথর ধসের কারণে কয়েকজনকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। জাতীয় বেতারে বলা হয়, ভূমিকম্পের ফলে যানজটের সৃষ্টি হয় এবং কোন কোন এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় রাজধানীর বিভিন্ন স্থানে অ্যাম্বুলেন্সগুলো সাইরেন বাজাতে থাকে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে তারা জরুরি অবস্থায় বের হয়। রোববার থেকে শতাধিক কম্পনের পর থেকে এখন পর্যন্ত এটাই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

No comments

Powered by Blogger.