আর্জেন্টিনার কোচ বাউসা বরখাস্ত

বরখাস্ত করা হয়েছে আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউসাকে। এক বছরের কম সময়ে বরখাস্ত হলেন তিনি। সোমবার রাতে তার বরখাস্তের বিষয়টি ঘোষণা দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপ বাছাইপর্বে দল ভালো করতে না পারায় বিদায় নিতে হলো আর্জেন্টিনার এ কোচকে। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর জেরার্দো মার্তিনো সরে দাঁড়ালে গত অগাস্টে দায়িত্ব পেয়েছিলেন ৫৯ বছর বয়সী বাউসা।
তবে তার অধীনে আর্জেন্টিনা ঘুরের দাঁড়াতে পারেনি উন্নতি হয়নি। আট ম্যাচে দল জিতেছে মাত্র তিনটিতে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চার ম্যাচ বাকি থাকতে এখন পঞ্চম স্থানে থাকায় সরাসরি বিশ্বকাপে না খেলতে পারার শঙ্কায় তারা। সাও পাওলোর সাবেক কোচ বাউসার দায়িত্ব ছাড়া নিয়ে গুঞ্জন ওঠে গত মাসে বলিভিয়ার কাছে ২-০ গোলের হারের পর। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিশনের নতুন সভাপতি ক্লাওদিও তাপিয়া শুরুতে তার ওপর আস্থা রাখার কথা জানিয়েছিলেন। সেই তাপিয়াই বাউসাকে বরখাস্ত করার কথা ঘোষণা করলেন।

No comments

Powered by Blogger.