৮২ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী এবার প্রাথমিকে বৃত্তি পেয়েছে

২০১৬ সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবার ৮২ হাজার ৪৫৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। সারা দেশে উক্ত বছর সমাপনী পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে ২৭ লাখ ৮৮ হাজার ৪৩২ উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্য থেকে মেধার ভিত্তিতে এ বৃত্তি ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বৃত্তির ফল ঘোষণা করেন। এবার ট্যালেন্টপুলে ( মেধাবৃত্তি) ৩৩ হাজার এবং সাধারণ কোটায় বৃত্তি দেয়া হয়েছে ৪৯ হাজার ৪৫৯ জন শিক্ষার্থীকে। প্রাথমিক বৃত্তির ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী তিন বছর অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত ট্যালেন্টপুলে বা মেধা কোটা বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩০০ টাকা এবং সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা হারে অর্থ পাবে। প্রাথমিক শিক্ষামন্ত্রী জানান, সাধারণ কোটায় ৪৯ হাজার ৫০০ টি বৃত্তি নীতিমালার ভিত্তিতে সারা দেশের ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ড, উপজেলা বা থানা ও বিভাগ পর্যায়ে বণ্টনের পর ১৮২৪টি বৃত্তি অবশিষ্ট ছিল। সেগুলো প্রতিটি জেলায় সাধারন কোটায় ২ ছাত্র ২ ছাত্রী, উপজেলা ও থানা হতে আরো তিনটি করে (১ ছাত্র ১ ছাত্রী ও ১টি উপজেলা মেধার ভিত্তিতে) বন্টন করা হয়। গত ২৯ ডিসেম্বর প্রাথমিক সম্পানীর ফল প্রকাশিত হয়। এতে পাস করেছিল ২৭ লাখ ৮৮ হাজার ৪৩২ জন উত্তীর্ণ হয়েছিল। এদের মধ্য থেকে জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন। এদের মধ্য থেকেই বৃত্তি প্রদান করা হয়েছে ৮২ হাজার ৪৫৯ জনকে। তবে, ইউনিয়ন পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্তরা ছাড়া অন্যরাও বত্তর জন্য বিবেচিত হয়েছে কোটার ভিত্তিতে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আসিফ-উজ-জামান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.