চ্যাম্পিয়ন হওয়া ভাগ্যের ব্যাপার : তামিম

শ্রীলঙ্কা সফর শেষে জাতীয় দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত আসন্ন ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেট নিয়ে। ১২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এবারের আসরে জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খেলবেন ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। ঢাকা প্রিমিয়ার লীগে মোহামেডান সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০৮-০৯ মৌসুমে। সেবার দলটির নেতৃত্বে ছিলেন তামিম। দীর্ঘদিনের শিরোপা-খরা ঘোচাতে এবার মোহামেডান ফের দ্বারস্থ হয়েছে তামিমের। আর তামিমও শিরোপা জেতাতে গত আসরের দল আবাহনী ছেড়ে এসেছেন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানে। সোমবার সিসিডিএম কার্যালয়ে দলবদলের কাজে এসে সাংবাদিকদের সাথে আলাপ করেন তামিম। সেখানে জানান শিরোপা জিততে কতটা মরিয়া হয়ে আছে মোহামেডান।
তবে শিরোপা জিততে ভাগ্য সহায়েরও প্রয়োজন আছে জানিয়ে তামিম বলেন, 'গেল কয়েক বছর মোহামেডান চ্যাম্পিয়ন হয়নি। তবে এবার যেভাবে দল গঠন হয়েছে আমার মনে হয় সবকিছু ঠিকঠাক আছে। আমরা প্লেয়াররা যদি পারফর্ম করতে পারি তবে ভালো হবে। আমি মনে করি চ্যাম্পিয়ন হওয়া ভাগ্যের ব্যাপার। আশা করি এবার ভাগ্য আমাদের সাথে থাকবে।' ভাগ্য সাথে থাকবে- এমন আশা ব্যক্ত করে তামিম জানান, দলের খেলোয়াড়েরা তাদের সেরাটাই ঢেলে দিবেন প্রতিটি ম্যাচে, 'ভালো দল গড়লে বা ভালো খেলোয়াড় থাকলেই কেউ চ্যাম্পিয়ন হতে পারে না। চ্যাম্পিয়ন হতে হলে ভাগ্যও সহায় থাকতে হয়। ভাগ্য যদি সাথে থাকে, তাহলে আমরা সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবো। অন্তত মোহামেডানের হয়ে যে কয়টি ম্যাচ খেলবো, সেগুলোতে অবশ্যই ভালো খেলার চেষ্টা থাকবে আমার।'

No comments

Powered by Blogger.