পাকিস্তানে গুপ্তচরবৃত্তির দায়ে ভারতীয় নৌ-কর্মকর্তার ফাঁসি

ভারতীয় নৌবাহিনীর সাবেক এক কর্মকর্তাকে ফাঁসি দিয়েছে পাকিস্তান। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল। করাচি ও বেলুচিস্তানে গুপ্তচরবৃত্তি ও নাশকতার চেষ্টার অভিযোগে সোমবার তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন পাকিস্তানের সামরিক আদালত। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর ডন ও টাইমস অব ইন্ডিয়ার। সাজাপ্রাপ্ত ভারতীয় এ নাগরিকের নাম কুলভূষণ যাদব। মুম্বাইয়ের বাসিন্দা কুলভূষণের বাবা ভারতীয় পুলিশের সাবেক কর্মকর্তা। একসময় ভারতের নৌবাহিনীতে চাকরি করতেন কুলভূষণ। অবসরের পরে ব্যবসায় মনোযোগ দেন। সেই সূত্র ধরেই বিশ্বে বিভিন্ন দেশে তার যাতায়াত ছিল।
গত বছরের ৩ মার্চ পাকিস্তানের বেলুচিস্তানের মাশকেল এলাকা থেকে তিনি গ্রেফতার হন। পাকবাহিনী গোয়েন্দা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরপর গুপ্তচরবৃত্তি ও নাশকতার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে সামরিক আদালতে বিচার শুরু হয়। আটক কুলভূষণ তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন বলে বিবৃতিতে বলা হয়েছে। বলা হয়, ব্যবসায়ী পরিচয়ের আড়ালে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর হয়ে গুপ্তচরগিরি করতেন তিনি। পাকিস্তান আর্মি আইনের (পিএএ) অধীনে তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয়া হয়।

No comments

Powered by Blogger.