সাসেক্সের বিপক্ষে মাঠে নামবে পার্নেল

ক্যারিয়ারে তৃতীয়বারের ইংল্যান্ডের কাউন্টি ক্লাব কেন্টের সাথে চুক্তিবদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি পেস অলরাউন্ডার ওয়েন পার্নেল। ইংল্যান্ডের চলমান ঘরোয়া মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশীপে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে অংশ নিবেন তিনি। জাতীয় দলের খেলা শুরুর আগ পর্যন্ত কেন্টের হয়ে খেলবেন পার্নেল। আগামী ১৪ এপ্রিল সাসেক্সের বিপক্ষে কেন্টের হয়ে মাঠে নামবেন পার্নেল।
২০০৮ ও ২০০৯ সালের পর আবারো কেন্টের সাথে যুক্ত হতে পেরে বেশি খুশি পার্নেল বলেন, ‘আমি অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি এবং আমি আশা করি, এই শিক্ষা কেন্টের জন্য কাজে লাগাতে পারবো। কাউন্টি চ্যাম্পিয়নশীপে দলকে ভালো অবস্থা নিয়ে যেতে পারবো এবং সাফল্য এনে দিতে সক্ষম হবো। আমি ম্যাট ওয়াকার, জেসন গিলেস্পি ও দলের সবার সাথে যুদ্ধে নামতে মুখিয়ে আছি।’ কেন্টের চেয়ারম্যান গ্রাহাম জনসন বলেন, ‘তার বয়স এখন ২৭ এখনই নিজেকে ভালোভাবে প্রমাণ করছে এবং নিজের লক্ষ্যকে পূরণ করতে বদ্ধপরিকর। আমাদের ভালো একজন সিমার দরকার ছিল। তাই তাকে নেয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে পার্নেলের পারফরমেন্স এখানে দেখার আশা করছি আমরা।’ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৭টি ওয়ানডে ও ৩টি টি-২০ ম্যাচ খেলেছেন পার্নেল। ওয়ানডেতে ১৪টি ও টি-২০তে ২টি উইকেট নিয়েছেন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে অবিক্রিতই ছিলেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৫টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৩৯টি টি-২০ খেলা পার্নেল।

No comments

Powered by Blogger.