একান্ত বৈঠকে মোদি–‌মমতা

আবার একান্ত বৈঠকে বসলেন ভাতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সকাল সাড়ে নটায় প্রধানমন্ত্রীর বাসভবনে হাজির হন মুখ্যমন্ত্রী। দুজনের মধ্যে কথা হয় প্রায় আধঘণ্টা। শনিবার দিল্লি যান মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে। তিস্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে ভারতীয় মিডিয়ার খবরে প্রকাশ। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার একান্তে আলোচনা হয়নি। সেই আলোচনা হলো সোমবার। গতকাল রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, সোমবার সকাল সাড়ে নটায় প্রধানমন্ত্রী আলোচনায় বসবেন। সেই আলোচনায় মমতা ব্যানার্জি ছাড়া রাজ্যের পক্ষ থেকে আর কেউ ছিলেন না। অন্যদিকে প্রধানমন্ত্রী ছাড়া কেন্দ্রের পক্ষ থেকেও কেউ ছিলেন না। দীর্ঘ সাত মাস পর দুজনের একান্ত বৈঠক হলো।
কী কী বিষয় নিয়ে আলোচনা হলো, তা নিয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে জানালেন, রাজ্যের বেশ কিছু প্রকল্প নিয়েই কথা হয়েছে। তিনি বলেন, ‘‌আগের সরকার ধরা করে গেছে। আমাদের বছরে চল্লিশ হাজার কোটি রুপি ঋণ শোধ করতে হচ্ছে। বেশ কিছু প্রকল্পে কেন্দ্রীয় সাহায্য বন্ধ হয়ে গেছে।’‌ কোন কোন ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ার জন্য রাজ্যের উন্নয়ন ব্যহত হচ্ছে, তার তালিকা তুলে ধরেন মমতা। তার দাবি, প্রধানমন্ত্রী সব শুনেছেন। বিবেচনার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী নিবাস থেকে বেরিয়ে তিনি যান লোকসভায়। সেখানে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। দলীয় এমপিদের নিয়েও আলাদা করে বসবেন। লালকৃষ্ণ আদবানির বাড়িতে যাওয়ার কথা। বিকেলে মমতার সঙ্গে দেখা করতে দিল্লি যাবেন উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

No comments

Powered by Blogger.