পারিশ্রমিক নিয়ে ভাবতে বললেন মুশফিক

জাতীয় দলে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর বিষয়টি সংশ্লিষ্টদের বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেন, 'জাতীয় দলের হয়ে ১০-১২ বছর খেলার পর এখনও মনে হয় অনেক কিছুই নাই, অনেক কিছুই করার বাকি আছে। আমরা বোর্ডের কাছে অনুরোধ করেছি। আশা করছি কর্তৃপক্ষ কিছু করবে।' রোববার প্রিমিয়ার লিগের দলবদলে মোহামেডান ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়ে এ মন্তব্য করেন মুশফিক। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগ ও বিপিএল দিয়ে খেলোয়াড়রা আর্থিকভাবে বেশি লাভবান হয়।
জাতীয় দলে আমরা বছরের ৯ থেকে ১০ মাসই ব্যস্ত থাকি। তাই ঢাকা প্রিমিয়ার লিগের জন্য শুধু জাতীয় দলই নয়, প্রতিটি প্লেয়ারই মুখিয়ে থাকেন। ঘরোয়া লিগের মতো জাতীয় দলেও যদি এমন পেমেন্ট পেতাম তাহলে অবশ্যই ভালো হতো।’ ক্রিকেট সংশ্লিষ্টরা জানান, একটি আন্তর্জাতিক ওয়ানডে খেললে জাতীয় দলের ক্রিকেটাররা পান ৭৫ হাজার টাকা। টেস্ট খেললে পান দ্বিগুণ। পঞ্চম দিন লাঞ্চ পর্যন্ত টেস্ট খেলতে পারলে দেয়া হয় দুই লাখ টাকা। আর ‘ড্র’ করতে পারলে ক্রিকেটাররা পান আড়াই লাখ। আর এক্ষেত্রে সবচেয়ে কম পারিশ্রমিক টি ২০ ম্যাচে। প্রতি ম্যাচে মেলে ৫০ হাজার টাকা।

No comments

Powered by Blogger.